দেশ
কাটোয়ার মুস্থূলীর জনসভা থেকে কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করলেন জে.পি.নাড্ডা
নিউজ ডেস্ক
Jan 09, 2021 - Saturday
পূর্ব বর্ধমান
42
নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রামের কলেজ সংলগ্ন মাঠে বে জি পির জনসভা অনুষ্ঠিত হল শনিবার।এদিন কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করলেন বিজেপির সর্ব্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।প্রথমে তিনি হেলিকপ্টারে করে আসেন।এবং জগদানন্দপুর রাধাগোবিন্দ মাঠে নামেন।সেখানে রাধাগোবিন্দ মন্দির পুজো দেন।তারপর চলে আসেন সভার মাঠে।জে পি নাড্ডা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মুকুল রায়,সাংসদ দিলীপ ঘোষ,সাংসদ লকেট চ্যাটার্জ্জী, রাহুল সিনহা,কৈলাস বিজয় বর্গী,সাংসদ সুনীল মণ্ডল,পূর্ব বর্ধমানের জেলা বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোষ প্রমুখ।সভার পর মুস্থূলী গ্রামে মথুরা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন জে পি নাড্ডা। তারপর তিনি বর্ধমানের উদ্দ্যেশ্যে রওনা দেন।