জলপাইগুড়ি
আজ ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির
বিষ্ণু রায়
Jan 26, 2021 - Tuesday
ডাওকিমারি
34
আজ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির ।এই শিবির টি অনুষ্ঠিত হয় ধূপগুরির ডাউকি মারি হাইস্কুলের কক্ষে । এই দিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ধূপগুরি বিধায়ক মিতালী রায় , ধূপগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক সঙ্খোদিপ দাস , উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার , ঝার আলতা গ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা রায় । চক্ষু শিবির শুরু হয় বেলা ১১ টা থেকে । ওই শিবিরে মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় । শিবিরে দৃষ্টিশক্তি পরীক্ষা ছানিপড়া , পরীক্ষা করা হয় । চক্ষু শিবিরের উদ্বোধন করেন ধূপগুরি বিধায়ক মিতালী রায় । বিধায়ক মিতালী রায় বলেন, সমাজে অসহায় ও আর্তপীড়িত মানুষের কল্যাণে কাজ করার মধ্যে রয়েছে পরম তৃপ্তি। সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হলে তার সৃষ্ট জীবকে ভালোবাসতে হবে। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এলাকার অসহায় ও দরিদ্র মানুষ অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা করতে না পারায় নানা রোগে ভুগে থাকেন। চোখ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ। তাই চোখের যত্ন নিতে হবে। সর্বোপরি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।আজকের এই চক্ষু শিবিরের অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক ।