আলিপুরদুয়ার
চা শ্রমিক দের বেতন বৃদ্ধি উৎসবের মেজাজে বীরপাড়াতে সভা করলো তৃণমূল শ্রমিক সংগঠন
সুমন দাস
Jan 21, 2021 - Thursday
আলিপুরদুয়ার
68
উচ্ছ্বাসে ভাসলো চা বলয়ের বীরপাড়া।চা শ্রমিকদের বেতন বৃদ্ধিতে কার্যত চা বলয়ের আলিপুরদুয়ার জেলার চা শ্রমিকদের ঢল নামলো। বুধবার রাত সারে ৯ টায় শিলিগুড়িতে চা মালিকদের উপস্থিতিতে চা শ্রমিকদের অন্তবর্তীকালীন মজুরি ১৭৬ টাকা বেরে ২০২ টাকা করার সিদ্ধান্ত হয়।সরকারি সিদ্ধান্তের কপি এদিন বিকেলে মঞ্চেই তুলে ধরেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। শ্রমমন্ত্রী এদিন কার্যত বিজেপি কে তুলোধুনো করার পাশাপাশি চা শিল্পের জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর গত ১০ বছরের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।মলয় ঘটক বলেন,১৯৯০ সাল থেকে ২০১০ সাল অবদি বামফ্রন্ট সরকার ছিল।তারা ১ টাকা থেকে ৪ টাকা বেতন বৃদ্ধি করতো।আমরা ৯ বছরে চা শ্রমিকদের বেতন সারে ৩ গুন বাড়িয়েছি।এই মুহুর্তে গোটা দেশের মধ্যে সবচে বেশি বেতন পাচ্ছেন উত্তরবঙ্গের চা শ্রমিকরা।উল্টোদিকে আসামে বিজেপি সরকার। সেখানে ১৩০ টাকা থেকে হাজিরা শুরু। রেসন আমরা বিনামূল্যে দিলেও আসামে অনেক বেশি দামে চা শ্রমিকদের কিনতে হয়।যদিও দিল্লি ও আসামে একই সরকার রয়েছে।চা বিশেষজ্ঞ দের একাংশ বলেন,গোটা দেশের মধ্যে কোভিড পরিস্থিতিতেও চা শ্রমিকদের ২৬ টাকা বেতনবৃদ্ধি গুরুত্বপূর্ণ ঘটনা।চা শিল্পের অবস্থা ভাল পরিস্কার প্রমান হচ্ছে।পাশাপাশি রাজ্য সরকার সামাজিক প্রকল্প গুলিকে চা বলয়ে ভেতর নিয়ে যাওয়াতে চা মালিকদের দায়িত্ব কমেছে। স্বাভাবিকভাবেই দৈনিক ২০২ টাকা বেতন দিতে কোন সমস্যাই হবেনা মালিকের। প্রায় সারে ৩ লক্ষ চা শ্রমিক, ১৫ হাজার স্টাফ সাব স্টাফ ১৫ শতাংশ বেতন বৃদ্ধিতে লাভবান হবে।কিছুটা হলেও স্বচ্ছলতা ফিরে আসবে প্রতিটি চা শ্রমিক পরিবারে