জলপাইগুড়ি
শিল্পী সংসদের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান হলো ধুপগুড়িতে
নিউজ ডেস্ক
Feb 03, 2021 - Wednesday
ধূপগুড়ি
46
ধূপগুড়ি শিল্পী সংসদের প্রথম বর্ষপূর্তী অনুষ্ঠান।আজ বুধবার ধূপগুড়ি শিল্পী সংসদের অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একটি রেলী অনুষ্ঠিত হয় , পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু হয় .আজকের এই রেলিটি ধূপগুড়ি শহরজুড়ে ধূপগুড়ি বিভিন্ন রাস্তায় পরিক্রমা করে তাদের প্রথম বর্ষপূর্তী অনুষ্ঠানের শুভসূচনা করে , আজকের এই শিল্পী সংসদের অরাজনৈতিক সংগঠনের রেলিতে ধূপগুড়ির সমস্ত শিল্পীরা অংশগ্রহন করেন তাছাড়াও ধূপগুড়ির বাইরের শিল্পীরাও এই রেলিতে অংশগ্রহন করেছেন বলে যায় যায় , তাহার পাশাপাশি শিল্পীদের হাতে ঢোল , করতাল বাজিয়ে গানের তালে তালে আনন্দ উপভোগ করতে দেখা যায় , গত কাল তারা একটি ঘরোয়া আড্ডার মাধ্যমে প্রথম বর্ষের উৎযাপন করেন ।
শিল্পী সংসদের সহ সভাপতি বাপ্পা পাল বলেন , সারা রাজ্য করোনার আবহের ফলে মানুষের মনে এতদিন আতঙ্ক ছিলো এখনো ঠিক করে তার প্রকোপ কাটে নি সেই দিকে নজর দিয়ে শিল্পী সংসদের পক্ষ থেকে শুধুমাত্র রেলীর মাধ্যমে আজকের প্রথম বর্ষপূর্তী অনুষ্ঠান সামিল হয়েছেন তারা।