দক্ষিণ দিনাজপুর
স্বাস্থ্য সাথীর কার্ড নথিভূক্ত করার কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে উপকৃত এক দম্পতি
নিউজ ডেস্ক
Dec 31, 2020 - Thursday
উত্তর দিনাজপুর
81
স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করবো আর কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে উপকৃত এক দম্পতি। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের জসরাই গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বর্মন ও ববিতা বর্মন এর পাঁচ মাস বয়সী কন্যা অনুষ্কার হৃদয়ে ছিদ্র দেখা দেওয়ায় তার ভাল চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন । ওই দম্পতির আর্থিক পরিস্থিতি দুর্বল হওয়ার কারণে তারা চিন্তিত ছিলেন ।এমত অবস্থায় তাদের পাশে বন্ধুর মত এসে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প। তারা তপন ব্লকের দাঁরালহাট উচ্চ বিদ্যালয়ে "দুয়ারে সরকার" কর্মসুচীর মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করবার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলেন স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড। ফলে আগামী চিকিৎসার জন্য তাদের সমস্যা রইল না। এ বিষয়ে ওই শিশুর কাকা জানিয়েছেন যে তারা দাঁড়াল হাট উচ্চ বিদ্যালয়ে "দুয়ারে সরকার" কর্মসুচীর মাধ্যমে স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করবার পর তারা অতি সহজে যাতে পেয়ে যান এই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড সেই উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে যোগাযোগ করতে বলা হয়।আর তারা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে যোগাযোগ করার ১ ঘন্টার মধ্যেই স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে গেলেন। এই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড হাতে পেয়ে ওই শিশুর পরিবার রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।