কোচবিহার
আন্তর্জাতিক বিশ্ব মাতৃ ভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবির
নিউজ ডেস্ক
Feb 21, 2021 - Sunday
ফুলবাড়ি
8
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিশ্ব মাতৃ ভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও পঞ্চানন বর্মার স্মৃতিতে মাল্যদান করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, রাজবংশী কৃষ্টি কালচার, হারিয়ে যাওয়া সংস্কৃতি সেই বিষয়টিকে মাথায় রেখে তুলে ধরার জন্য এবং আজকে যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ যেমন মেয়েকে বিয়ে দিতে পারছে না, তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং স্কুল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ফুলবাড়ি রাজবংশী সমাজ এর উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা। "রক্তদান জীবন দান" বর্তমান দিনে যে রক্তের সংকট দেখা দিয়েছে সেই কথা মাথায় রেখে আজ মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং বসে আঁকো প্রতিযোগিতাও করা হয়। এদিন মোট রক্ত দিয়েছেন ৬০ জন। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ২০ জন। সেই সঙ্গে এই শিবিরে আরও বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান রয়েছে বলে জানা যায়।