দক্ষিণ দিনাজপুর
টি এম গুলিতে টাকা না থাকায় সমস্যায় বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসের গ্রাহকরা
নিউজ ডেস্ক
Nov 30, 2020 - Monday
বালুরঘাট
91
বালুরঘাট ; গত বৃহষ্পতিবার থেকে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বেশির ভাগ এ টি এম গুলিতে কোন টাকা নেই। যার ফলে মাসের শেষে বেকায়দায় শহরের বিভিন্ন ব্যাংক ও পোস্ট অফিসের গ্রাহকরা। শহরের রঘুনাথপুর ট্যাংক মোড় থেকে রথতলা, চকভবানী কালিবাড়ি মোড়, বাজার এলাকায় থাকা বেশির ভাগ বিভিন্ন ব্যাংকের এটিএম গুলি টাকা শুন্য। এদিকে নভেম্বর মাসের আজ ৩০ তারিখ, গুরু নানকের জন্মদিন থাকায় সমস্ত ব্যাংক ও পোস্ট অফিস বন্ধ থাকায় মাসের শেষে এসে হয়রানীর মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের। তিন চার দিন ধরে শহরের বেশির ভাগ এ টি এম গুলি নোট শুন্য হলেও হেল দোল নেই ব্যাংক কর্তিপক্ষের বলে অভিযোগ ক্ষুদ্ধ ব্যাংকের গ্রাহকদের।