জলপাইগুড়ি
বিজেপি কর্মীর মৃত্যুতে ধূপগুড়িতে মিছিল করল যুব সমর্থকরা
নিউজ ডেস্ক
Dec 07, 2020 - Monday
ধূপগুড়ি
75
উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার রণক্ষেত্রর চেহারা নিল শিলিগুড়ির ফুলবাড়ী। বিজেপির এক কর্মী উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হল। সেই লক্ষ্যে সোমবার সন্ধ্যায় ধূপগুড়িতে বিজেপির তরফে মিছিল করা হল শহরে পাশাপাশি উত্তরবঙ্গ ১২ঘণ্টা বনধের ডাক দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মিছিলটি ধূপগুড়ি দলীয় কার্যালয় থেকে শুরু করে শহর পরিক্রমা করে।নেতৃত্বে ছিলেন ধূপগুড়ি বিধানসভার বিজেপি নেতৃত্বরা।