পশ্চিম মেদিনীপুর
চতুর্থ পূর্ব বর্ধমান জেলা গ্রন্থমেলার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলাহ চৌধুরী
গৌরনাথ চক্রবর্ত্তী
Dec 15, 2020 - Tuesday
কাটোয়া
72
গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃপশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকারের উদ্যোগে এবং কাটোয়া পৌরসভা ও কাটোয়া বইমেলা আছি পরিষদের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা গ্রন্থমেলার শুভ উদ্বোধন হল মঙ্গলবার কাটোয়া কে.ডি আই প্রাঙ্গণে।জেলা গ্রন্থমেলার প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলাহ চৌধুরী। এদিন উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী,পূর্ব বর্ধমানের জেলাশাসক এনায়ুর রহমান,পূর্ব বর্ধমানের জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা,কাটোয়ার মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্লা সহ প্রমুখ।
গ্রন্থমেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।এই মেলায় ৫০ টি বইয়ের স্টল হয়েছে।