জলপাইগুড়ি
যুবকের মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
নিউজ ডেস্ক
Dec 16, 2020 - Wednesday
ধূপগুড়ি
49
ধূপগুড়ি ব্লক এর ঝাড় শালবাড়ি ছাওয়াফালা স্কুল ডুডুয়া নদীর ঘাট থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ । যুবকের বাড়ি ফালাকাটা ব্লক এর তপশিতলা ১ নং বলাসুন্দর এলাকার বাসিন্দা । যুবকের নাম - কৃষ্ণ বর্মন , বয়স - ২০ বছর । যুবকটির বাড়ি , বাবার নাম - যোগেশ বর্মন । খবর সূত্রে জানা গিয়েছে , গতকাল বিকেল পাঁচটায় যুবকটি বাড়ি থেকে মাছ মারতে এসেছিল ঝাড় শালবাড়ি ছাওয়াফালা স্কুল ডুডুয়া নদীতে , এবং সাথে রাতের খাবার নিয়ে এসেছিল বলে জানা যায় । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । কিন্তূ সকাল হতেই এলাকাবাসীরা এই যুবকটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । কিন্তূ কি করে এই ঘটনাটি ঘটলো তা জানা যায়নি । মৃতের বাবা বলেন , ছেলেটি গতকাল বিকেলে মাছ ধরতে এসেছিল এই নদীতে , রাতে খাবার নিয়ে এসেছিল । সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানা পুলিশ । পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ।