জলপাইগুড়ি
বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান মধ্য ডাউকিমারি এলাকায়
বিষ্ণু রায়
Dec 19, 2020 - Saturday
ধূপগুড়ি
140
বিষ্ণু রায়,ধূপগুড়ি :: শনিবার সন্ধায় ধূপগুড়ি ব্লকের মধ্য ডাউকিমারিতে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান।জানা গেছে,এদিন মধ্য ডাউকিমারি এলাকার অধিকারী পরিবার সদস্যরা গেরুয়া পতাকা হাতে নিয়ে এই দলে যোগ দেয় । ওই এলাকার বর্তমান পঞ্চায়েত সদস্য বাপ্পা রায় সেই পরিবারের সদস্যদের দলে যোগ দান করায় খুশি,তিনি মনে করেন আগামী দিনে ওই বুথে বিজেপি বিপুল ভোটে জয়লাপ করবে।অপর দিকে অধিকারী পরিবারের সদস্যরা জানায় আগামী দিনে এই দলের পাশে থেকে কাজ করবেন ।