জলপাইগুড়ি
জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ধূপগুড়ির প্রেরণা রায়ের
রজত দত্ত
Dec 20, 2020 - Sunday
ধূপগুড়ি
48
জন্মদিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ধূপগুড়ির এক কিশোরীর।
রবিবার ধূপগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রেরনা রায় তার ১৮ বছর জন্মদিন উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বীরপাড়ার একটি অনাথ আশ্রমের শিশুদের এদিন ৩৫ জনের হাতে শীত বস্ত্র তুলে দেন।
প্রেরনা রায় জানান, ১৮তম বর্ষ জন্মদিন উপলক্ষে আজ ৩৫ জন শিশুদের বস্ত্র বিতরণ করি। এই জন্মদিন উপলক্ষে সবার সঙ্গে আনন্দ উপভোগ করতে আমার এই ছোট্ট প্রয়াস। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ।