বাঁকুড়া
বিষ্ণুপুরে তৃণমূলের কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিলবিরোধী কর্মসূচিতে কল্যাণ
উত্তম দে
Jan 02, 2021 - Saturday
বাঁকুড়া
73
আজ বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে কেন্দ্রের বিজেপি তথা মোদী সরকারের কৃষি বিল বা আইনের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল- বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত হলো।এই কর্মসূচি শুরু হয় বেলা ৩ টা নাগাদ। বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল বের হয় ও পুরো শহর পরিক্রমা করে বিষ্ণুপুর স্টেডিয়ামে পৌঁছয়। সেখানে অবস্থান বিক্ষোভ হয়।আজকের এই কর্মসচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁত রা,বাঁকুড়া জেলা পরিষদ এর সহ সভাধিপতি শুভাশিস বাটব্যাল সহ অন্যান্য নেতৃত্ব। বিষ্ণুপুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০০০ তৃণমূল কর্মী সমর্থক এই কর্মসূচি তে অংশ নেন বলে তৃণমূল নেতৃত্ব এর দাবী। কল্যাণ বাবু মূলত রাজ্য ও দেশের কৃষক দের কে বহুজাতিক কোম্পানি ও কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে এই নয়া কালাকানুন এর মাধ্যমে বলে জানান।এর বিরুদ্ধে দেশ ও রাজ্যের কৃষক এর ঐক্য বদ্ধ হতে আহ্বান জানান।