পশ্চিম মেদিনীপুর
গোপীবল্লভপুরে সুফল বাংলা স্টলে কমিয়ে দেওয়া হলো মাথাপিছু আলুর পরিমাণ
শচীন পাল
Nov 09, 2020 - Monday
ঝাড়গ্রাম
60
শচীন পাল,ঝাড়গ্রাম: রাজ্য সরকারের ঘোষণা মতো ২৫ টাকা কেজি দরে মাথাপিছু ৪ কেজি আলু দেওয়ার কথা। কিন্তু প্রত্যেক দিন সরকারি সহায়ক মূল্যে আলু কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তাই চাহিদার তুলনায় মজুদ কম থাকায় মাথাপিছু আলুর পরিমাণ কমিয়ে দেওয়া হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং সারিয়া ৪ নং অঞ্চলের সুফল বাংলা স্টলে। সোমবার সকাল থেকে ঠিক এমনই চিত্র দেখা গেল সুফল বাংলা স্টল চত্বরে।