জলপাইগুড়ি
ধূপগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ শিশু সহ ১৪ জন।
নিউজ ডেস্ক
Jan 19, 2021 - Tuesday
ধূপগুড়ি
213
মঙ্গলবার রাত ৯ টা নাগাদ ধূপগুড়ির লালস্কুল এলাকায় পাথর বোঝাই লরির সঙ্গে তিনটি গাড়ির দুর্ঘটনা ঘটে। স্থনীয় সূত্রে জানা গেছে, ধূপগুড়ি থেকে একটি পাথর বোঝাই লরি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আরেকটি টাটা এসি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লরির। যার জেরে পাথর বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর উল্টে যায়। পাথর বোঝাই ডাম্পারের নীচে চাপা পড়ে যায় আরও দুটি ছোট গাড়ি। দুই গাড়িতে করে ময়নাগুড়ির রানিরহাট মোড় থেকে বউভাত খেতে যাচ্ছিলেন।
টাটা গাড়িকে প্রথম ধাক্কা লাগে তার ৬ জন যাত্রীই গুরুতর আহত। তাঁদের ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ জনকে গুরুতর অবস্থান ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। অন্ধকারের কারণে উদ্ধারকার্য শুরু করতে দেরি হয় বলে জানা যায়, তা এখন জোরকদমে চলছে। উদ্ধারকার্য চালাচ্ছেন পুলিস, দমকল ও স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। শয়ে শয়ে ওভারলোডিং বালি পাথর বোঝাই ডাম্পার এই রাস্তায় চলাচল করে । এর আগেও বেশ কয়েকটি ওভারলোডিং ডাম্পার দুর্ঘটনার কবলে পড়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যয ছড়িয়ে গোটা এলাকায়।