বাঁকুড়া
জয়পুরে তৃণমূলের ঘরে চলো অভিযান
উত্তম দে
Jan 21, 2021 - Thursday
বাঁকুড়া
96
আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের শ্যামনগরের জঙ্গল মধ্যস্থ তশিলি উপজাতি অধ্যুষিত নুতন গ্রামে তৃণমূলের"ঘরে চলো অভিযান" শুরু হলো ব্লক তৃণমূল নেতা দেবদাস রায় এর নেতৃত্বে। এ ছাড়াও ছিলেন শ্যামনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস এর নেতৃত্ব। তারা আদিবাসী দের প্রতিটি পরিবারের মানুষজন দের খোঁজখবর নেন ও সরকারের উন্নয়নের সমস্ত সুবিধা পাচ্ছেন কিনা তাও জানার চেষ্টা করেন। এতে গ্রামবাসীরা খুশী যে তারা কেমন আছেন তার খবর নিচ্ছেন।