কোচবিহার
রোড রেসে প্রথম শাহিন ইসলাম
প্রীতিময় সরখেল
Jan 23, 2021 - Saturday
ফুলবাড়ি
78
প্রীতিময় সরখেল, ফুলবাড়িঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ক্ষেতি শক্তি সংঘ পাঠাগারের পরিচালনায় ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল রোড রেস প্রতিযোগিতা। এদিন ৬ কিলোমিটার রোড রেস হয় পুরুষদের বিভাগে প্রথম হয়েছে শাহিন ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে সিদ্দিক আলন ও আমিনুর ইসলাম। সাথে মহিলাদের 4 কিলোমিটার রোড রেস হয়। রোড রেসে প্রথম রাসমণি মনডে। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে শিউলি বর্মন ও টুনি মন্ডল। উক্ত রোড রেস দেখার জন্য দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারাদিন ব্যাপী চলবে নাচ-গান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সাথে আগামীকাল ২৪ শে জানুয়ারি থাকছে আরো অনেক প্রতিযোগিতামূলক বিচিত্রা অনুষ্ঠান ও মিউজিক্যাল ধামাকা।