বাঁকুড়া
বড় জোড়া তে নেতাজীর জন্ম দিনে রক্তদান ও দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা
উত্তম দে
Jan 24, 2021 - Sunday
বাঁকুড়া
16
বড়জোড়া এরিয়ার S. F. I. ও D. Y. F. I. পাহাড়পুর ইউনিট কমিটি ও পাহাড়পুর নবীন সংঘের উদ্যোগে সকালে নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেম দিবসে সকালে ৬৫ জন ছাত্র ছাত্রীর অঙ্কন প্রতিযোগীতা, ২০ জন যুবতী ও ৩৭ জন যুবক মোট ৫৭ জন রক্তদান করেন। বিকেলে ৪০ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রী দের সম্বর্ধনা ও মেধাবী দুস্থ ছাত্র ছাত্রী দের পুস্তক বিতরণ।উপস্থিত বিধায়ক সুজিত চক্রবর্তী, প্রাক্তন ছাত্র যুব রাজ্য নেতৃত্ব সুজয় চৌধুরী, S. F. I. এর জেলা সম্পাদক জয় গোপাল কর, D. Y. F. I. এর রাজ্য নেতৃত্ব শুভেন্দু মন্ডল, sfi নেতা সাগর শীট প্রমূখ।