বাঁকুড়া
জয়পুর পর্যটন উৎসব ২০২১ পঞ্চম বর্ষে পদার্পণ করলো।
উত্তম দে
Feb 01, 2021 - Monday
বাঁকুড়া
31
বাঁকুড়া জেলার জয়পুর পর্যটন উৎসব ২০- ২১এই বছর ৫ম বর্ষে পদার্পণ করলো। জয়পুর মূলত মন্দির নাগরী বিষ্ণুপুর ও জয়রাম বাটি- কামারপুকুর মধ্যে অবস্থিত। আর এই অবস্থান জয়পুর কে রাজ্যের পূর্য টন মানচিত্র সংযোগ এর সুযোগ করে দিয়েছে। জয়পুর এর শাল বনের সৌন্দর্য,বিরাট সমুদ্র বাঁধ এর নূতন বোটিং, মল্লরাজাদের স্থাপত্য,বনফুল পার্ক এক বা দুই দিন মনের আনন্দে কাটানোর ক্ষেত্রে পরিদর্শকদের উপযুক্ত স্থান। এই সুযোগ কে কাজে লাগাতে জয়পুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির এই উৎসব এর উদ্যোগ । এই বছর ৫ম বর্ষে পদার্পণ করলো।মেলা উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁত রা।এক সভা যাত্রার আয়োজন করা হয়।উৎসব পাঙ্গন টি বিভিন্ন স্টল ও দোকান পাঠ বসিয়ে সাজানো হয়েছে।প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত্রি ১১ টা অবধি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস এর খামতি নেই এই উৎসবে।