কোচবিহার
পুলওয়ামাতে শহীদ বীর সেনাদের স্মরণীয় রাখতে মৌন মিছিল
নিউজ ডেস্ক
Feb 14, 2021 - Sunday
ফুলবাড়ি
89
আজ থেকে ২ বৎসর আগে কাশ্মীরের পুল ওয়ামাতে আমাদের বীর সেনাদের উপর অগ্নেয়াস্ত্রে ৪০ জন জাওয়ান সহিদ হন । তাই আজ এই দিনটিকে স্মরণীয় রাখতে মাথাভাঙ্গা-২ নং ব্লকের ফুলবাড়িতে যুব ছাত্র সমাজের মৌন মিছিল করে। একশোর বেশি যুব ছাত্র সমাজ মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল সামিল হন । এই শোক মিছিলটি ফুলবাড়ী পুরাতন বাজারের অলি গলিতে পরিক্রমা করে, পার্কের মোড়ে এসে বীর সেনাদের স্মরণীয় রাখতে এক মিনিট নীরবতা পালন করে। ছাত্র যুব সমাজের সুজন সরকার বলেন , সারা দেশবাসী সেই সব বীর সেনা যারা দেশের জন্য প্রাণ হয়েছিলেন আজও স্মরণে রয়েছে দেশ বাসির কাছে আমাদের কাছে তাই আমরা বীর সেনাদের সেলুট জানাই ।আমরা তাদের আত্মত্যাগ স্মরণ করি ।সেনাদের আত্মত্যাগ আমরা "ভুলছি না ভুলবো না"। তাই এই ঘটনার প্রকৃত তদন্ত করে প্রকাশ করা উচিত।