কোচবিহার
সাংসদ নিশীথ প্রামাণিকের হাতে ব্যাবসায়ীদের বিভিন্ন রকম দাবির স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্ক
Feb 20, 2021 - Saturday
ফুলবাড়ি
67
কোচবিহার জেলার মাথাভাঙ্গা-২ ব্লকের বিধানসভা কেন্দ্রের বড়োশৌলমারী অঞ্চলের অন্তর্গত সিঙ্গিজানিতে M.P LAD-এর অর্থনাকুলে কংক্রিটের রাস্তার শুভ উদ্বোধন করেন, এম পি নিশিত প্রামাণিক । গত বৎসরে জলঢাকা ও ডুডুয়া নদীর মোহনায় মুক্ত মঞ্চ হওয়ার কথা কথা ঘোষণা করেছিলেন আজ সেটি বাস্তবায়িত করতে ডুডুয়া ও জলঢাকা নদীর মোহনায় নৌকা বাইচ হওয়ার কেন্দ্রস্থলে পৌঁছে মুক্তমঞ্চের শুভ উদ্বোধন করে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৬০০ এরও বেশি এলাকার মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে । তাছাড়াও ফুলবাড়ী পুরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির একটি অনুষ্ঠানে উপস্থিত হন । এবং সেখানে ফুলবাড়ী ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে সাংসদ নিশীথ প্রামাণিকের হাতে ব্যাবসায়ীদের বিভিন্ন রকম দাবির স্মারকলিপি প্রদান করা হয় । ফুলবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি বজেশ্বর মণ্ডল বলেন, এদিন ফুলবাড়ী পুরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন দাবি দাবা ও উন্নয়নমূলক পরিকাঠামো নিয়ে লিখিত অভিযোগ দেই , আমরা আশাবাদী যে আমাদের সাংসদ আমাদের দাবি দাবা গুলির সঠিক পর্যালোচনা করবেন । এই দিনে ফুলবাড়ী পুরান বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি পথ সভার আয়োজন করা হয় এবং সেখানে সাংসদ এই পথ সভায় সামিল হয়ে সাংসদ ওই সভায় ওই এলাকার মানুষদের অভাব অভিযোগের কথা শোনেন এবং উন্নয়ন মূলক নানান কাজের কথা তুলে ধরেন ।