ঝাড়গ্ৰাম
সামাজিক রীতি মেনে করোনা আবহে মনসা পূজো
শচীন পাল
Nov 09, 2020 - Monday
ঝাড়গ্রাম
76
শচীন পাল, ঝাড়গ্রাম: প্রত্যেক বছরের মতো এ বছরও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ধর্মপুর গ্রামে মনসা পূজা হলো। করোনা আবহে এবারে সম্পূর্ণ উল্টো ছবি ধরা পড়লো। প্রশাসনের নির্দেশ মেনে এবারের পুজো হলো। প্রত্যেক বছর পুজো কে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কিন্তু এই বছর বন্ধ রাখা হয়েছে। পূজো উদ্যোক্তারা জানিয়েছেন এবারের পূজার নিয়ম রক্ষার্থে। সন্ধ্যা থেকে শুরু হয়েছে পুজো।