দার্জিলিং
শিলিগুড়িতে ফের পাচার করার আগে উদ্ধার করা হল সোনা
নিউজ ডেস্ক
Nov 18, 2020 - Wednesday
শিলিগুড়ি
51
গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি সোনা সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।জংশন এলাকা থেকে ইউসুফ ও মিদলাজ নামে দুজনকে চার চাকা গাড়ি সমেত ধরা হয়।তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা সিটের নীচ থেকে ৩৬ টি সোনার বিস্কুট পাওয়া যায়।যার মোট ওজন প্রায় ২ কেজি ৯৮৫ গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকা।জানা গিয়েছে,ধৃতরা কেরালার বাসিন্দা।ইন্দো-মায়ানমার সীমান্ত থেকে এই সোনা শিলিগুড়িতে নিয়ে এসে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল।বুধবার ২ জনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।ধৃতদের সঙ্গে আর কে কে জড়িত তার খোঁজ করছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।