Jalpaiguri
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডেপুটেশন প্রদান
নিউজ ডেস্ক
Nov 06, 2020 - Friday
জলপাইগুড়ি
54
শুক্রবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জলপাইগুড়ি শহর লোকাল কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনের স্টেশন মাস্টারের কাছে অবিলম্বে হালদিবাড়ি থেকে শিলিগুড়ি জংশন প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে, চিলহাটি ও বাংলাদেশ হয়ে কলকাতা ট্রেন পরিষেবা চালুর দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক কমরেড প্রদীপ দে, এছাড়াও জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক কমরেড সাম্য সরকার, যুব নেতা পাভেল মুকুটি শুভময় ঘোষ, কঙ্কন রায় চৌধুর, ছাত্র নেতা অর্ঘ্যযোতি সেনগুপ্ত সমেত অন্যান্য নেতৃত্ববিন্দ ।