মালদা
প্রয়াত বালুরঘাটের বিশিষ্ট ডাক্তার ও সমাজসেবী রামেন্দু ঘোষের স্মরন সভা অনুষ্ঠিত হলো বালুরঘাট সুর্বনতটে
নিউজ ডেস্ক
Nov 24, 2020 - Tuesday
বালুরঘাট
42
বালুরঘাটঃ প্রয়াত বালুরঘাটের বিশিষ্ট ডাক্তার ও সমাজসেবী রামেন্দু ঘোষের স্মরন সভা অনুষ্ঠিত হলো বালুরঘাট সুর্বনতটে। বালুরঘাটের কৃতি এই সন্তানের গুনমুগদ্ধ মানুষজনের ডাকা আজকের এই শ্রদ্ধা তর্পনে দলমত নির্বিশেষে মানুষজন উপস্থিত থেকে তার প্রতি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। বালুরঘাট তথা জেলা ও জেলার বাইরে তার নিজস্ব চিকিৎসা জগতের পাশাপাশি নানা ন সেচ্ছাসেবী সংস্থ্যার সাথে জড়িয়ে থেকে সমাজের নানান জনসেবা মুলুক কাজের সাথে জড়িয়ে ছিলেন বালুরঘাটের কৃতি এই সন্তান রামেন্দু ঘোষ। আর এই জন্য তার এই অকাল প্রয়ানে জেলা তথা বালুরঘাটের নাগরিকদের মধ্যে শোকের আবহ। তবে কিছু মানুষ তার কাজের মধ্যে দিয়েই আমাদের মধ্যে বেচে থাকেন বালুরঘাটের ড; রামেন্দু ঘোষ তেমনই একজন। যিনি তার নিজের কাজের মধ্যে দিয়েই সবার মধ্যেই থেকে যাবেন চির দিন।