মালদা
অগ্নিমূল্যের বাজারে সবজি বিক্রেতার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য, চকদিঘী বাজারে পুলিশ ও সিভিক মোতায়েনের দাবি ব্যবসায়ীদের
নিউজ ডেস্ক
Nov 24, 2020 - Tuesday
বালুরঘাট
31
বালুরঘাটঃ বালুরঘাট থানার থেকে সামান্য দূরে চকভৃগু বাজারে এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অগ্নিমূল্যের বাজারে বেড়া কেটে নগদ ১৬ হাজার টাকা সহ ওজন যন্ত্রও চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। পাশাপাশি আলু, পিয়াজ সহ আদা-রসুন ইত্যাদি কাঁচামাল দোকান থেকে তুলে নিয়ে যায় তারা। ব্যবসায়ীদের অভিযোগ পুলিশি প্রহরা না থাকার সুযোগে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে নির্ভয়ে চুরি করেছে। অবিলম্বে বাজারে পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করার দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ী বিজয় কুমার সাহা জানিয়েছেন, সোমবার জল ঘরের হাট থেকে এসে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। এদিন সকালে দোকান খুলতে তার নজরে আসে চুরির ঘটনা। দুষ্কৃতীরা দোকানের পেছনের দরজা ভেঙ্গে নগদ টাকাসহ যাবতীয় সামগ্রী চুরি করে পালিয়েছে। তিনি চানন পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের খুঁজে বের করুক ।