জলপাইগুড়ি
আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত ধর্মঘটের সমর্থনে বামপন্থী ও শ্রমিক কংগ্রেস যৌথ মিছিল
নিউজ ডেস্ক
Nov 25, 2020 - Wednesday
ময়নাগুড়ি
31
নিউজ ডেস্কঃ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বামপন্থী ও কংগ্রেস সংগঠনের যৌথ উদ্যোগে ময়নাগুড়ি সি,পি,আই,(এম) পার্টি অফিস থেকে শুরু করেন মিছিল এবং ময়নাগুড়ি শহরের বিভিন্ন রাস্তার পরিক্রমা করেন।বামপন্থী ও কংগ্রেস যৌথ উদ্যোগে মিছিল করেন এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে, বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হন বামপন্থী ও কংগ্রেস সংগঠন।কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহার করতে হবে, পরিযায়ী শ্রমিক দের মাসিক ভাতা প্রদান করতে হবে, মাসিক ভাতা ৭,৫০০ টাকার দিতে হবে, এবং রেশনের দুর্নীতি বন্ধ করতে হবে, প্রত্যেকেই মাসিক ১০ কেজি চাল প্রদান করতে হবে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে আগামী 26 শে নভেম্বর সারা ভারত ধর্মঘট সমর্থনের বামপন্থী ও কংগ্রেসের যৌথ উদ্যোগে ময়নাগুড়ি শহরের বৃহত্তর আকারে মিছিল করেন।মিছিলের নেতৃত্ব দেন,,, সি, আই, টি, ইউ, জ্যোতিপ্রকাশ ঘোষ। ইউ, টি, ইউ, সির ও জলপাইগুড়ি জেলার কনভেনার সুব্রত গুপ্ত। আই,এন,টি,ইউ,সির প্রদীপ ঘোষাল। শ্যামল ভৌমিক, বিজয় বন্ধু মজুমদার।
আগামী 26 শে নভেম্বর সারা ভারত ধর্মঘট সমর্থনের বামপন্থী ও কংগ্রেস যৌথ উদ্যোগে ময়নাগুড়ি শহরে বৃহত্তর আকারে মিছিল করেন।