জলপাইগুড়ি
গ্ল্যামার ও স্কুটির সংঘর্ষ স্টেশন শালবাড়িতে
নিউজ ডেস্ক
Nov 25, 2020 - Wednesday
স্টেশন শালবাড়ি
30
নিউজ ডেস্ক, ধূপগুড়িঃ ধূপগুড়ি ব্লকে স্টেশন শালবাড়ি প্রধান পাড়া এলাকায় গ্ল্যামার স্কুটির সংঘর্ষ আহত একজন । গ্ল্যামার বাইক ও স্কুটিটি ধূপগুড়ি দিক থেকে স্টেশন শালবাড়ি দিকে যাচ্ছিল , সেই সময় স্কুটিটি অপর পাশে পার হতেই গ্ল্যামার বাইকটি এসে লাগিয়ে দেয় । গ্লামার টিতে তিনজন এবং স্কুটিতে ছিল দুজন । সেই খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ এসে স্কুটি টিকে নিয়ে যায় । স্থানীয় সূত্রের খবর , স্কুটিতে 2 জন ছিল তার মধ্যে 1 টি মেয়ে ছিল । এখন মেয়েটি সুস্থ রয়েছে । আরেকজন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।