আলিপুরদুয়ার
নিজেদের ধর্ম সংস্কৃতি রক্ষার দাবিতে এবার পথে নামলো ডুয়ার্সের আদিবাসী সমাজ
সুমন দাস
Nov 26, 2020 - Thursday
আলিপুরদুয়ার
65
সুমন দাস,আলিপুরদুয়ারঃ নিজেদের ধর্ম সংস্কৃতি রক্ষার দাবিতে এবার পথে ডুয়ার্সের আদিবাসী সমাজ ।এ লড়াই নিজ ধর্মপালনের অধিকারের লড়াই, এ লড়াই নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখার লড়াই। সারনা ধর্মকোডের আইনি স্বীকৃতি'র দাবিতে পুরো ডুয়ার্স জুড়ে পথে আদিবাসী ভাই-বোনেরা। বৃহস্পতিবার 26 নভেম্বর কুমারগ্রাম ব্লকের রায়ডাক চা বাগান থেকে শুরু করে 9 দিন ধরে সমগ্র ডুয়ার্স জুড়ে পদযাত্রা সংগঠিত করে মাদারিহাট শহর পরিক্রমা করে এবং জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি চা-বাগানে পথ যাত্রা টি শেষ করে। ঝাড়খন্ড বিধানসভা যেভাবে বিশেষ অধিবেশন ডেকে সারনা ধর্ম কোড স্বীকৃতির জন্য প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছে, অনুরূপভাবে যাতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় সরকারকে পাঠায় সেই দাবিতে ডুয়ার্স জুড়ে পথে নামল আদিবাসী সম্প্রদায়। তাদের দাবি আমরা প্রকৃতির পূজারী আমরা গাছ পাখি ইত্যাদির পুজো করি তাই আমাদের ধর্ম সারনা। আমাদের এই ধর্মের আইনি স্বীকৃতি সরকারকে দিতে হবে। আমরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে এই পদযাত্রা এর মাধ্যমে বার্তা দিতে পথে নেমেছি। বৃহস্পতিবার সকাল বেলা রায়ডাক চা-বাগানের মাঠে একত্রিত হয় সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সেখানে এই পদযাত্রায় বিষয়ে বক্তব্য রাখেন আদিবাসী নেতারা ।পরবর্তীতে সারনা মাতাকে সম্মাননা জ্ঞাপন করে শুরু হয় তাদের এই পদযাত্রা।