খেলা
ইতিহাস তৈরি করলো ভারত এই প্রথম ঐতিহাসিক জয় ভারতের
নিউজ ডেস্ক
Jan 19, 2021 - Tuesday
Australia
88
ইতিহাস তৈরি করলো ভারত। ঐতিহাসিক জয় ভারতের। এই প্রথম ৩২ বছর পর গাব্বায় হারলো অস্ট্রেলিয়া। অজিতের থেকে ২-১ ব্যবধানে স্টেট সিরিজ ছিনিয়ে নিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে টেস্টে ৩২৮ রানের টার্গেট দিয়েছিল অজিরা। ঋষভ পান্ত ৮৯ রানে অপরাজিত থাকেন। ওয়াশিংটন সুন্দর ২২ রান করেন। এই ম্যাচে শুভমন গিল ৯১ রান ও চেতেশ্বর পুজারা ৫৬ রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। এই প্রথমবার ভারতের ঐতিহাসিক ম্যাচে যেথায় গোটা ভারত খুশিতে মেতেছে।