দেশ
প্রাথমিক বিদ্যালয়ের TET পরীক্ষার্থীদের জন্য সুখবর
নিউজ ডেস্ক
Nov 07, 2020 - Saturday
West Bengal
102
দীর্ঘদিন থেকে বন্ধ সব ধরনের শিক্ষক নিয়োগ পরীক্ষা। শিক্ষিত বেকারদের মধ্যে যা নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। তবে দীর্ঘ অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর টেট পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করতে চলেছে বোর্ড, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ।লকডাউন এর আগে জানা গিয়েছিল মোট শূন্য পদের সংখ্যা না আসলেও সূত্রের খবর 30000 থেকে 35000 শূন্য পদের জন্য পরীক্ষা হবে। এবার যে WBBPE TET পরীক্ষা নিয়ে উঠে পড়ে লেগেছে। জানা গেছে বিভিন্ন জেলার DPI দের পরীক্ষা কেন্দ্রের হিসাব চেয়ে পাঠানো চিঠি থেকে বিশেষজ্ঞ মহলের ধারণা একুশের নির্বাচনের আগে নিয়োগ না করলেও পরীক্ষা নিয়ে রাখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন।